01721795589        

News & Event


নিয়োগ বিজ্ঞপ্তি, মানবজমিন তারিখঃ 01/04/2024 ও দৈনিক কলম সৈনিক তারিখঃ 01/04/2024 ।
নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিধি মোতাবেক ও সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ইং পরিপত্র অনুযায়ী সূবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়, ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ-এর জন্য প্রাপ্যতা ভিত্তিতে এমপিওভুক্ত শূন্যপদে (১) নিরাপত্তাকর্মী পদে, গ্রেড-২০ (০১) জন (২) পরিচ্ছন্নতাকর্মী পদে, গ্রেড-২০ (০১) জন ও আয়া পদে, গ্রেড-২০ (০১) জন মোট (০৩) জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হইবে। সকল পদের জন্য বেতন স্কেল ৮,২৫০/- - ২০,০১০/-। উক্ত পদগুলোর জন্য আগ্রহী প্রার্থীগণকে কোন স্বীকৃতপ্রাপ্ত বোর্ড/প্রতিষ্ঠান/শিক্ষাপ্রতিষ্ঠান হইতে জেএসসি/জেডিসি/সমমান পাস হইতে হইবে। প্রার্থীগণের বয়স ১৮-৩৫ বছর বয়সের মধ্যে হইতে হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে উক্ত পদগুলোর জন্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ব্যাংক জমার রশিদ, যাহার হিসাব নং- ৩২৬৮১৭০০২০০০০৮৫৫৫৭৩৮ অগ্রণী ব্যাংক লিঃ, ব্রহ্মগাছা শাখা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এর অনুকূলে জমাদানপূর্বক, পাসপোর্ট সাইজের সত্যায়িত (০৩) কপি রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবর আবেদন করিতে হইবে। মোঃ মাহবুবুর রহমান খাঁন, প্রধান শিক্ষক, সূবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, জেলা/ সিরাজগঞ্জ, মোবাইল নং-০১৭২১-৭৯৫৫৮৯ মাজসি-১০৪৮/২৪
Apr 02, 2024